Dhruba Tara [Lofi]

Rabindranath Tagore, CPH International

তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা
এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা,
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা।

যেথা আমি যাই নাকো
তুমি প্রকাশিত থাকো,
যেথা আমি যাই নাকো
তুমি প্রকাশিত থাকো,
আকুল নয়নজলে ঢালো গো কিরণধারা
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা।

তব মুখ সদা মনে জাগিতেছে সংগোপনে
তিলেক অন্তর হলে না হেরি কূল-কিনারা,
তব মুখ সদা মনে জাগিতেছে সংগোপনে
তিলেক অন্তর হলে না হেরি কূল-কিনারা।

কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ হৃদি
কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ হৃদি,
অমনি ও মুখ হেরি শরমে সে হয় সারা,
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা
এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা,
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা
জীবনের ধ্রুবতারা, জীবনের ধ্রুবতারা।

Trivia about the song Dhruba Tara [Lofi] by चंदन दास

Who composed the song “Dhruba Tara [Lofi]” by चंदन दास?
The song “Dhruba Tara [Lofi]” by चंदन दास was composed by Rabindranath Tagore, CPH International.

Most popular songs of चंदन दास

Other artists of Traditional music