Bichar [Adrishyo Nagordolar Trip]

Anupam Roy

বিচার

আমাদের পৃথিবীতে নানারকমের বিচারব্যবস্থা আছে। আমাদের দেশেও মানুষ-কে জাস্টিস পাইয়ে দেওয়ার জন্য আইন রয়েছে। কিন্তু দুর্ভাগ্য, বহু মানুষ হয়তো জানেই না সেসব। জানলেও সে-আইন প্রয়োগই হয় না এমন বহু উদাহরণ আমরা দেখতে পাই প্রতিদিন। যেমন ধরা যাক, আমাদের দেশের ‘মিনিমাম ওয়েজ’ অর্থাৎ একজন কৃষক অথবা শ্রমিকের প্রতিদিনকার ন্যূনতম পারিশ্রমিক কত হওয়া উচিত, সে নিয়ে আইন রয়েছে কিন্তু হকের মজুরি তারা পাচ্ছে কি?

১)

পৃথিবীর ইতিহাস, দেবতার ইতিহাস, রাজাদের ইতিহাস গো

পৃথিবীর ইতিহাস, যুদ্ধের ইতিহাস, শোষণের ইতিহাস গো
রাজা থাকে সিংহাসনে বসে
সাধারণ মানুষ আঙুল চোষে।

অন্যায় দেখলে তুমি চোখ ঢেকে রাখো রে,

প্রতিবাদ করলে তুমি জেলের ভেতর থাকো...

বিচার তো কোনও দিনই হবে না, হবে না,
জাস্টিস বলে কিছু পাবে না।

এইসব নিয়ে কিছুদিন আগে মহাশ্বেতা দেবীর কিছু গল্প পড়ছিলাম– বসাই টুডু, দ্রৌপদী মেঝেন। এদের জীবনের গল্পগুলো পড়লে শিউরে উঠতে হয়। আমাদেরই দেশের নাগরিক, কী তাদের বেঁচে থাকা? অস্ত্র ধরলে তাদের দাগিয়ে দেওয়া হয় কখনও মাওবাদী, কখনও নকশাল বলে। পুলিশ encounter হয়, মহিলাদের-কে আমাদের দেশের পুলিশরাই ধর্ষণ করে।

২)

পৃথিবীর ইতিহাস, পুরুষের ইতিহাস, মালিকের ইতিহাস গো
মালিক যা পারে তা, তুমি তো পারবে না, এ-কথা মেনে নাও গো
আমি কোনও পন্থী হতে চাই না,
দেখি আমি democracy-র আয়না।

মাওবাদী বলছ যাকে সে তো মাও-কে চেনেই না
রাষ্ট্রের গুলি খেয়ে বাঁচবে সে তো প্রাণে না।

বিচার তো কোনও দিনই হবে না, হবে না,
জাস্টিস বলে কিছু পাবে না।

৩)

এলো বান এলো রে, গেল সব গেল রে, এবার কী হবে মানুষের?

ভগবান, ভগবান, ডাকে সব পালোয়ান, ভগবান কোথায় গেল রে?

রাষ্ট্র, পার্টি, কাউকে খুঁজে পাবে না,
কৃষ্ণ বলে সঙ্গে কেউ-ই যাবে না।
রাজারা সব রকেট চেপে অন্য গ্রহে পালাবে
তুমি ফ্যালফ্যাল করে তাকাবে...

বিচার তো কোনও দিনই হবে না, হবে না,
জাস্টিস বলে কিছু পাবে না।

Most popular songs of अनुपम रॉय

Other artists of Asiatic music