Apon Manush Kosto Dile | আপন মানুষ কষ্ট দিলে | Rima | Musfiq Litu | Bangla New Song 2023

Masud Rana

আপন মানুষ কষ্ট দিলে
ভুলি কেমন করে
যায়কি ভুলা এক জীবনে
ভালবাসি যারে।।
প্রেম যাতনায় অন্তর পুড়ে
বলবো আমি কারে গো
বলবো আমি কারে।।

বিশ্বাসের ঘর ভাইঙ্গা গেলো
অবিশ্বাসের ঝড়ে
বেঁচে থেকেও জিন্দা মরা
একলা আছি পড়ে গো
একলা আছি পড়ে।।
আমার
সিতান পৈতান দুঃখ সমান
মিছে মায়ায় পড়ে গো
মিছে মায়ায় পড়ে।।

আঁধার রাতে চঁন্দ্র তাঁরা
জোনাকি দেয় আলো
তারে ছাড়া জীবন আমার
নাইরে একটু ভালো গো
নাইরে একটু ভালো।।
আমার
ডাইনে বায়ের কষ্টগুলো
পিছু নাহি ছাড়ে গো
পিছু নাহি ছাড়ে।।

Most popular songs of ريما

Other artists of Asiatic music