465

Riasat Azmi

[Verse1]
শূন্য রাত, এক নদী
দুই কথা, তিন কবি
চার দেয়াল, পাঁচ শহর
ছয়টি দিন, সাত সাগর
এই হিসাব করি জীবনের খাতায়
নিকাশ নিয়ে চিরকাল চলে যাই

[Instrumental]

[Verse 2]
সত্য ভোর, মিথ্যা দিন
বিশ্বাসে তথ্যহীন
প্রকাশে চাই বিচার
নিশ্বাসের শেষ প্রচার

[Chorus]
একই আকার দেখি নির্বিকার হয়ে
নিরাশা মোর পথ সাথি যায় রয়ে
পথ ছেড়ে নতুন পথ খুঁজি
খোঁজের স্রোতে নতুন পথে ফিরি

[Pre-Chorus]
একা থেকে সমাজের ভুল
সব নিজের করে
খনিকের উশুল

[Chorus]
মাঝ রাতের চা শূন্য মনে
রাত হলো ভোর
ভোর হলো দিন

[Pre-Chorus]
একা থেকে সমাজের ভুল
সব নিজের করে
খনিকের উশুল

[Chorus]
মাঝ রাতের চা শূন্য মনে
রাত হলো ভোর (ভোর, ভোর, হলো দিন)
ভোর হলো দিন (হলো দিন)

[Hook]
রাত হলো, ভোর হলো দিন
রাত হলো, ভোর হলো দিন
রাত হলো, ভোর হলো দিন
রাত হলো, ভোর হলো দিন
রাত হলো, ভোর হলো দিন
রাত হলো, ভোর হলো দিন
রাত হলো, ভোর হলো দিন
রাত হলো, ভোর হলো দিন
রাত হলো, ভোর হলো দিন

[Outro]
রাত হলো, ভোর হলো দিন
রাত হলো, ভোর হলো দিন

Other artists of