Kolkatar Rap

Suvojit Chakrabarty

মোদের শহর কলকাতা
সাধের শহর কলকাতা
পুজোর সাজে সাজছে দেখো
কলকাতার এই অলিগলি
কলকাতাই থেকে এবার
কলকাতার কথা বলি
মেট্রোলাইনে ভাঙ্গছে বাড়ি
বাবুরা সব চড়ছে গাড়ি

মনুষ্যত্ব নেই আর
ভাঙ্গছে কত ব্রিজ যে
মারা দেলে টাকা পাবে
সরকার তো দিচ্ছে
শহর হচ্ছে নোংরা তোমরা
দেখছো কি তাকিয়ে
নোংরা করে যাচ্ছো চলে
ঘাড় টাকে বাকিয়ে

তিলোত্তমা করো ক্ষমা

সকাল সন্ধ্যায় পিষছে গাড়ি
মরছে যতো দিনভিখারি
আইন তোমাদের বারোয়ারি
স্বৈরাচারের মহামারি
রাজনেতাদের বিদেশপাড়ি
রাম রহিমের মারামারি
হেডলাইনে ধর্ষিতা নারী
স্বৈরাচারের মহামারি
*ঘুষ দিয়ে ট্রাফিক ভেঙ্গে
যাচ্ছে কতো বড় দাদা
লাল রঙে মরছে মানুষ
তবু এদের কলার সাদা
ভীর ট্রেনে ইভটিজিং এ
ভুগছে কত মানুষ যে
এরাই আবার সমাজেতে
মেকি মহাফানুস যে

ফুটপাতে থাকে যারা
তারা হয় যাযাবর
বিদেশিরা ঘরের লোক
তাদের হয় স্বয়ম্বর
দিনের বেলা রাজনীতি
আর রাতে মরে শত চাষী
হল্লা করে গর্ব করি আমরা
কলকাত্তা বাসী

নেতা মরলে মিডিয়াতে
দেখায় কতো দুঃখ
চাষী মরলে দেখা যায় না
এরা অতি সুক্ষ

সকাল সন্ধ্যায় পিষছে গাড়ি
মরছে যতো দিনভিখারি
আইন তোমাদের বারোয়ারি
স্বৈরাচারের মহামারি
রাজনেতাদের বিদেশপাড়ি
রাম রহিমের মারামারি
হেডলাইনে ধর্ষিতা নারী
স্বৈরাচারের মহামারি

Trivia about the song Kolkatar Rap by Shadow

Who composed the song “Kolkatar Rap” by Shadow?
The song “Kolkatar Rap” by Shadow was composed by Suvojit Chakrabarty.

Most popular songs of Shadow

Other artists of African music